গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রীর নির্দেশনা মোতাবেক ২০২১-২০২২ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নি:গৃহীতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পেরোল ত্রুটিমুক্ত করা অবশ্যক। আগামী ১৭/১০/২০২১ খ্রি: তারিখের মধ্যে প্রথম কিস্তির (জুলাই/২১-সেপ্টেম্বর/২১) পেরোল প্রেরণ করা হবে।তাই ১৬/১০/২০২১ খ্রি: তারিখের মধ্যে বয়স্ক ভাতাভোগী, বিধবা ও স্বামী নি:গৃহীতা ভাতাভোগী এবং প্রতিবন্ধী ভাতাভোগী কারও মোবাইল নম্বর/ মোবা্ইল ব্যাংকিং হিসাব নম্বরের কোন ত্রুটি/ সন্দেহ পরিলক্ষিত হলে উপজেলা সমাজসেবা কার্যালয়, দাকোপ, খুলনায় উপস্থিত হয়ে মোবাইল নম্বর সংশোধন বা কোন ভাতাভোগী মারা গেলে প্রতিস্থাপণ করার জন্য অনুরোধ করা হলো। আপনার অবহেলায় ভাতা বিতরণে কোন অসংগতি পরিলক্ষিত হলে / ত্রুটিপূর্ণ মোবাইলে টাকা চলে গেলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। উল্লেখ্য যে, ইতোমধ্যে ভাতাভোগীদের তথ্যাদি( মোবাইল নম্বরসহ) ইউনিয়ন পরিষদে প্রেরণ করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS