Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০২১-২০২২ অর্থবছরে দাকোপ উপজেলা শতভাগ ভাতার অন্তর্ভূক্তকরণ :
বিস্তারিত

       এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২১-২০২২ অর্থবছরে ২০২১-২০২২ অর্থবছরে দাকোপ উপজেলা শতভাগ ভাতার অন্তর্ভূক্তকরণ করা হয়েছে। সেপ্রেক্ষিতে নিম্নলিখিত শর্ত অনুসরনপূর্বক নি্র্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার জন্য বলা হলো।

(ক) আপনি একজন অস্বচ্ছল পুরুষ এবং আপনার বয়স ৬৫ বা তদুর্ধ্ব হলে-

(খ) আপনি একজন অস্বচ্ছল নারী এবং আপনার বয়স ৬২ বা তদুর্ধ্ব হলে-

(গ) আপনি একজন অস্বচ্ছল বিধবা বা স্বামী পরিত্যক্তা এবং আপনার বয়স ১৮ বা তদুর্ধ্ব হলে--

(ঘ) আগামী ২৯/০৮/২০২১ খ্রি: তারিখের মধ্যে ভাতার জন্য অনলাইনে আবেদন করুন। অনলাইনে আবেদন ব্যতিত কেউ ভাতা প্রাপ্ত হবেন না।

(ঙ)  আবেদনের ঠিকানা : mis.bhta.gov.bd/onlineApplication বা Bhata online Application বা ভাতার অনলাইন আবেদন

                     ভাতা প্রদান প্রক্রিয়ায় কেউ অর্থ দাবী করলে  উপযুক্ত প্রমানসহ উপজেলা নির্বাহী অফিসার অথবা উপজেলা সমাজসেবা অফিসারকে অবহিত করুন।

 

 

প্রকাশের তারিখ
12/08/2021
আর্কাইভ তারিখ
31/08/2021